তিস্তার বিষয়ে আভ্যন্তরীণ ঐকমত্যের চেষ্টা চলছে: সুষমা
বাংলাদেশ ও ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন বিষয়ে দেশটির আভ্যন্তরীণ ঐকমত্যের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এছাড়া স্থল সীমানা চুক্তি বিষয়টিও দেশটির রাজ্যসভায় সক্রিয়ভাবে বিবেচনাধীন আছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক করিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মাহমুদ আলী জানান, এসব বিষয়ে তিনি কোন সময় নির্ধারণ করে দেননি। এসব বিষয়ে সময় নির্ধারণ করে দেওয়া শুধু ভারত কেন অন্য যেকোন দেশের জন্য কষ্টকর।