শ্রীবরদীতে ভর্তির দাবীতে শিক্ষার্থীদেরর বিক্ষোভ, মানব বন্ধনভর্তি কার্যক্রম স্থগিত

Sreebardi correspondent 28-06-2014রোম্মান আরা পারভীন রুমী: শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির দাবীতে শনিবার দুপুরে বিােভ ও মানব বন্ধন করেছে শিার্থীরা। শিার্থীদের চাপের মুখে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে কলেজ কর্তৃপ।কলেজ সূত্রে জানা গেছে, শ্রীবরদী সরকারি কলেজে ২০১৪-১৫ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে মানবিকে ৭৮০, বাণিজ্য ২৫০ সহ ১২ শতাধিক শিার্থী। ভর্তির শেষ দিন ২৯ জুন রবিবার। এরমধ্যে আসন রয়েছে মানবিক ৩০০, বাণিজ্যে ১৫০ ও বিজ্ঞান শাখায় ১৫০

। কলেজ কর্তৃপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ বোর্ডে মানবিকে অতিরিক্ত ১৫০ ও বাণিজ্য শাখায় ১০০ আসন বৃদ্ধির আবেদন করলে ২২ জুন এক আদেশে শ্রীবরদী সরকারি কলেজে মানবিক শাখায় ১০০ আসন বৃদ্ধির অনুমোতি দেয়। কিন্তু ২৬ জুন আরেক আদেশে পূর্বের আদেশ স্থগিত করে। এ নিয়ে শনিবার ভর্তির সুযোগ ও আসন বৃদ্ধির দাবিতে কলেজ ক্যাম্পাসে মানব বন্ধন ও বিােভ করেছে ভর্তি বঞ্চিত শিার্থীরা। পরে শিার্থীদের চাপে কলেজ কর্তৃপ ভর্তি কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে।শ্রীবরদী সরকারি কলেজের অধ্য প্রফেসর নাছির উদ্দিন জানান, আসন বর্ধিত করে আবার স্থগিত করায় আমরা বিপাকে পড়েছি। তাছাড়া এবার পাশের হার বেশি হওয়ায় শিার্থীর চাপও বেশি। এ মূহুর্তে আসন সংখ্যা বৃদ্ধি করা না হলে অনেক শিার্থী এ শিাবর্ষে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। উদ্ভুদ পরিস্থিতে আমরা কর্তৃপকে বিষয়টি অবহিত করবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend