এরশাদের ইফতার বর্জন করলো সাংবাদিকরা
প্রতি বছরের মতো এবারো প্রথম রমজানে এতিমদের সাথে ইফতার করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর মহাখালী নুরুল কুরআন বালিকা মাদ্রাসার এতিমদের সঙ্গে আজ ইফতার করেন তিনি। ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় পর্যটন করপোরেশনের মালঞ্চ রেস্তোরায়। ইফতার অনুষ্ঠানে এরশাদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু সারা বিশ্বের কাছে ইসলাম মানে জঙ্গি ইসলাম মানে সন্ত্রাসী। আজ ইরাক ধ্বংস, সিরিয়া ধ্বংস, আফগানিস্তান ধ্বংস, লিবিয়া ধ্বংসের পথে। তিনি বলেন, এর পেছনে ইন্ধন যোগাচ্ছে পশ্চিমারা। এর থেকে বাঁচতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলো আজ বিপদের মধ্যে রয়েছে। নিজেদের মধ্যে ঐক্য ছাড়া রক্ষা পাওয়ার কোন পথ নেই। ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু। স্বাগত বক্তব্য রাখেন নুরুল কুরআন বালিকা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ বারাকাত মুহাম্মদ হিযবুল্লাহ। উল্লেখ্য, ১৯৮২ সালে প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করেছিলেন। এরপর থেকে প্রতি বছরেই প্রথম রমজানে এতিমদের ইফতার করে আসছেন শুধু ৯০ সালে ক্ষমতা ছাড়ার পর কারাবন্দী থাকাকালীন সময়টুকু ছাড়া।