বন্ধ ছাড়া পরীক্ষা দিতে হবে এক নাগাড়ে: শিক্ষামন্ত্রী

nahidসরকারি বন্ধ ছাড়া পরীক্ষার মধ্যে বিরতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার এইচএসসিতে প্রশ্ন ফাঁসের তদন্ত প্রতিবেদনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান। এসময় তিনি বলেন, আগের মতো আর পরীক্ষা হবে না। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হবে। তবে কতটুকু সুপারিশ বাস্তবায়ন করতে পারবো সেটা দেখার বিষয়। মন্ত্রী বলেন, আমরা সকাল-বিকাল পরীক্ষা দিয়েছি। আমাদের আগেও এভাবে পরীক্ষা হয়েছে। এখন তিন দিন গ্যাপ না দিয়ে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা আন্দোলন করেন। আগামীতে আমরা যে অবস্থায়ই যাই না কেন সরকারি বন্ধ ছাড়া পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। আমি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এখনই প্রস্তুতি নিতে বলবো। কোনো কিছু বিবেচনা না করেই তারা যেন কোন বক্তব্য না দেন। এদিকে এইচএসসিতে প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রশ্নের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, তা আমরা করবো। প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষা আইনে শাস্তি বর্তমানে যথেষ্ট নয় জানিয়ে মন্ত্রী বলেন, এই শাস্তি কীভাবে আরো বাড়ানো যায়, তার চিন্তা করবো। উল্লেখ্য, গত ১০ এপ্রিল তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রধান ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend