রোহিঙ্গাদের বিয়ে আটকাবে সরকার
এদেশের স্থানীয় লোকজনের সঙ্গে রোহিঙ্গাদের বিয়ে আটকাবে সরকার। তাই এ বিষয়ে বিধান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশে রোহিঙ্গাদের সঠিক সংখ্যা নির্ধারণ করে তাদেরকে মায়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগিয়ে এ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন জেলা কার্যালয় এবং আইন-শৃংক্ষলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে অবৈধ অধিবাসিদের সঠিক হিসাব এবং বর্তমানে কোন স্থানে তারা অবস্থান করছে তাও সুনির্দিষ্ট করা হবে। চলতি মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক সম্মেলন ২০১৪। এ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলিতে শরণার্থী বিষয়ক সমস্যা ও উত্তরণের বিষয়ে এসব সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটাই জেলা প্রশাসকদের প্রথম সম্মেলন। তাই এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুক্ত আলোচনায় উঠে আসবে বিভিন্ন বিষয়।