শ্রীবরদীতে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত
রোম্মান আরা পারভীন রুমী: ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, মত্স্য চাষে সমাধান’ এ স্লোগানকে সামনে রেখে বুধবার শ্রীবরদীতে পালিত হয়েছে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৪। এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা মত্স্য বিভাগের পক্ষ থেকে বণাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত থেকে দিবসটি শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস লিপি বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় উপজেলা মত্স্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোবারক আলী সহ সাংবাদিক ও মত্স্যজীবি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্ধোধন শেষে উপজেলা চত্বর থেকে এক বনাঢ্য র্যালী বের হয়ে শ্রীবরদী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলা চত্বরে একত্রিত হয় এবং শ্রীবরদী উপজেলা পুকুরে ইউএনও হাবিবা শারমিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাছের পোনা অবমুক্ত করেন। সভাপতি ইউএনও অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস্য চাষিকে পুরুষ্কার প্রদান করেন এবং অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।