ময়মনসিংহে মানবাধিকার কর্মীর লাশ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে কামাল হোসেন (৪৫) নামে এক মানবাধিকার কর্মীর লাশ উদ্ধার করেছে স্থানীয় জিআরপি পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ধামাইল গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল হোসেন উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের মৃত আব্দুল জব্বার পুত্র। স্থানীয় সূত্র জানায়, গফরগাঁও বাজারের ব্যবসায়ী, জাকার্কো লিমিটেড-এর স্বত্বাধিকারী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও উপজেলা শাখার কর্মী অ্যাডভোকেট কামাল হোসেন বুধবার সকালে রেল লাইন ধরে গফরগাঁও বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। উপজেলার ধামাইল গ্রামের নিজ বাড়ি থেকে যাওয়ার পথে তিনি ঢাকাগামী আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের সদস্য তামান্না আফরিন হ্যাপি অভিযোগ করে বলেন, ঘটনার পর পর এলাকাবাসী রেলওয়ে জিআরপি ফাঁড়িতে খবর দিলেও দুপুর পর্যন্ত রেল লাইনের উপর থেকে পুলিশ লাশ উদ্ধার না করায় আরো কয়েকটি ট্রেন লাশটিকে ছিন্ন ভিন্ন করে। পরে অবশ্য বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’