শামীম ওসমানের বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ
নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সমাবেশ প্রত্যাহার করে নিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলো সংগঠন দুটি। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শামীম ওসমান গত ২৬ জুন সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে এ দুটি সংগঠন যৌথ উদ্যেগে শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। ইতোমধ্যে গত ২ জুন, বুধবার শামীম ওসমান এই ঘটনায় গণমাধ্যমের সাংবাদিকদের কাছে নি:শর্ত ক্ষমা চেয়েছেন। যেহেতু ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন তাই প্রতিবাদ সমাবেশ প্রত্যাহার করা হয়েছে। গত রোববার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম ওসমানকে উদ্ধৃত করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘সাংবাদিকরা হচ্ছে কুকুর। আমরা যখন ছোট ছিলাম, তখন পাড়ার অনেকে পয়সা হলে বাড়িতে কুকুর পুষত। ওদের বাড়ির সামনে গেলে কুকুরগুলো মুখ ভেংচাত। এরপর যাদের আরও পয়সা হলো, তারা মিডিয়া পোষা শুরু করল। এগুলো হলো অ্যালসেশিয়ান কুকুর। প্রশিক্ষিত। লাথি দিলেও এগুলো কামড়াতে আসে।’ তার এই বক্তব্যে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। এরমধ্যেই বুধবার এক বিবৃতিতে শামীম ওসমান বলেন, তিনি সাংবাদিকদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করেননি। তার ‘অফ দ্য রেকর্ড’ বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে একটি দৈনিক পত্রিকা। তারপরেও প্রকাশিত ওই ‘বিকৃত’ সংবাদ পড়ে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।