আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নারায়ণগজ্ঞ আড়াই হাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ফল বিক্রি করায় ৪ ফলের দোকানে জরিমানা, ওজনে কম দেয়ায় মাংস ও কাপড়ের দোকানের কাঠি এবং ফিতা জব্দ করেছে। রবিবার দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলষান আরা এ অভিযান পরিচালনা করেন।উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা জানান, ফল ও মাছে অতিরিক্ত ফরমালিন থাকায় ৫ ব্যাবসায়ীর কাছে ২৫ হাজার এবং ওজনে কম দেয়ায় ৩ মাংস ব্যবসায়ীর কাছ থেকে ৫শ টাকা করে ১৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া শহরের শাহজালাল মার্কেটে কাপড় মাপার সেন্টিমিটার ফিতা না থাকায় ১০টি মাপকাঠি জব্দ করা হয়।পরে জব্দকৃত ফরমালিনযুক্ত মাছগুলো নষ্ট করে দেয়া হয়। এ সময় আড়াইহাজার উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার ও এসআই ইমতিয়াজ আহমেদ সঙ্গে ছিলেন।