গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া
প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে নিয়ে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।
ইফতারের আগে বেগম খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হোটেল ওয়েস্টিনে এসে পৌঁছান। এ সময় তিনি বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে দেখেন এবং আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন, নিউ এইজের সম্পাদক নুরুল কবির, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তুজা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বৈশাখীর সিইও ও প্রধান বার্তা সম্পাদক মুঞ্জুরুল আহসান বুলবুল, এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা, এটিএন বাংলার হেড অফ নিউজ জ ই মামুন, ৭১ টেলিভিশনের ডিরেক্টর (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, এশিয়ান টিভির বার্তা প্রধান নাদিম কাদের, বাংলাভিশন উপদেষ্টা নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, সময়ের বার্তা প্রধান মুজতবা দানিশ, এনটিভি’র হেড অফ নিউজ খায়রুল আনোয়ার মুকুল, বার্তা প্রধান জহিরুল আলম, চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক খালেদ মহিউদ্দিন, দেশ টিভির উপ ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, এস এ টিভির বার্তা প্রধান নাজমুল আশরাফ, এএফপি বাংলাদেশ চিফ শফিকুল আলম প্রমুখ।
এ ইফতার আয়োজনে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
এ সময় দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ, আমির খসরু মাহমুদ মাহমুদ, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, এম মোশের্দ খান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, সেলিমা রহমান প্রমুখ।