রাজপথের আন্দোলনে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ
জয়নুল আবদিন ফারুককে হত্যা প্রচেষ্টার তৃতীয়বার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদী নাগরিক সমাবেশে বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের সামর্থ্য প্রমাণে র্যাব, পুলিশকে বাদ দিয়ে রাজপথে আসুন। রাজপথের আন্দোলনে চ্যালেঞ্জ গ্রহণ করুন। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। সেই জন্যই আওয়ামী লীগের নেতারা অবাস্তব, অবান্তর বক্তব্য দিচ্ছেন। ‘খালেদা জিয়া জঙ্গী ও সন্ত্রাসের সমার্থক। তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে’- ইসকন মন্দিরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, যে ষড়যন্ত্র পরিকল্পনা করছেন তা আমরা জানি। তাই খালেদা জিয়ার বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করা হলে এর দায় দায়িত্ব এই অবৈধ সরকারকেই নিতে হবে। আওয়ামী লীগের নেতাদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন মির্জা ফখরুল।