সিলভার হলুদ কার্ড নিয়ে ব্রাজিলের আপিল

Decrease font

বিশ্বকাপে ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভার হলুদ কার্ডের বিষয়ে আপিল করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে সিলভাকে হলুদ কার্ড দেখানো হয়।

কলম্বিয়ান গোলকিপার ডেভিড ওসপিনাকে বাধা দেওয়ায় পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলেন সিলভা। এর ফলে সে পরবর্তী ম্যাচ অর্থাৎ বেলো হরিজন্তে মাঠে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলতে পারবে না।

ফিফার হেড অব মিডিয়া দেলিয়া ফিসার বলেন, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে এ সংক্রান্ত একটি আবেদন আমরা গ্রহণ করেছি এবং এটার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

তবে অতীত ইতিহাস থেকে বলা যায়, হলুদ কার্ডের বিষয়ে আপিলে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা সম্ভব শুধু লাল কার্ডের ক্ষেত্রে।

মে মাসে চ্যাম্পিয়নস লীগ ফাইনোলের আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় জাবির হলুদ কার্ড নিয়ে আপিল করেছিলেন। কিন্তু ইউইএফএ সাফ জানিয়ে দিয়েছিলেন এটা অগ্রহণযোগ্য।

যদি এ বিষয়ে ফিফা কোনো ইতিবাচক সাড়া দেয়, তাহলে তা হবে পক্ষপাতমূলক। কার্যকরী সদস্যদের অনেকে স্বাগতিকদের সন্দেহ করবে।

এরপরও ফিফার নিয়মশৃঙ্খলা কমিশনের মাধ্যমে এ হলুদ কার্ড বাতিলের বিষয়ে আবেদন করেছে সিবিএফ।

সিবিএফ কার্যকরী পরিষদ অবশ্য নেইমারকে পেছন থেকে আঘাত করে কশেরুকায় চিড় ধরানো বিষয়েও তদন্ত করার আবেদন জানিয়েছেন।

জুনিগারের বিতর্কিত বাধা দেওয়ার বিষয়ে ফিফা এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপ আসরের অন্য সব হলুদ কার্ডের বিষয়ে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। সুতরাং সেমিফাইনালে যদি কেউ হলুদ কার্ড পান, তাহলে তার ফাইনালের জন্য কোনো সমস্যা হবে না। শুধুমাত্র লাল কার্ড পেলে খেলতে পারবে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend