ঝিনাইগাতী উপজেলার অনেক জায়গা পাহাড়ী ঢলে প্লাবিত
শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় গত ৪ দিনের প্রচুর বৃষ্টিপাতের ফলে ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা পানিতে ৮ই জুলাই মঙ্গলবার ভোর থেকে মহারশি নদী পাহাড়ী ঢলে পানিতে প্লাবিত হয়ে যায়। ঝিনাইগাতীর বনগাঁও, চতল, বাগেরভিটা, ফাকরাবাদ, কাংশা, দড়িকালিনগর সারি কালিনগর, পাগলারমুখ, আয়নাপুর সহ নি¤œ এলাকা প্লাবিত হয়ে কৃষকের বীজতলা ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার পানিতে শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মুস্ত মিয়া জানায়, এই পানি আসায় আমাদের নদী তীরবর্তী বসবাসকারীদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ভয়ে আতংকে ভোর থেকে আমরা সময় কাটিয়েছি । উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মুক্কু প্লাবিত এলাকা পরিদর্শন করেন ।