অতিরিক্ত বৃষ্টিপাতে শেরপুরবাসীর দুর্ভোগ চরমে
শেরপুর জেলা সহ সারাদেশে গত এক সপ্তাহ যাবত টানা বৃষ্টিপাতে শেরপুরবাসীর মাঝে জনদূর্ভোগ চরমে উঠেছে। চলতি বর্ষা মৌসুমে প্রচন্ড বৃষ্টিপাতে সাধারণ জনগন,পথচারি, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সকল শ্রেনীপেশার মানুষ চরম দূর্ভোগে পড়েছে। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তা, অলি-গলিতে র্দীঘদিন ধরে ফুটপাতের উপরে অবৈধ দোকানপাটের কারনে ময়লা আর্বজনা সহ বৃষ্টির পানি ড্রেইন দিয়ে সহজে চলাচল করতে না পারায় এই পরিস্থিতির শিকার হচ্ছে শেরপুরবাসী। কিছুদিন আগে শেরীব্রিজে অবৈধ উচ্ছেদ অভিযান চললেও অন্যান্য স্থানে ফুটপাতের উপরই বিভিন্ন অবৈধ দোকানের উদ্ভব হয়েছে । ফলে এই ভারী বৃষ্টিপাতে পথচারীদের বাধ্য হয়েই হয়তো রাস্তার মধ্যিখানে , নয়তো ময়লাযুক্ত কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে । অথচ এমন অবস্থার পরেও কতৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অন্যদিকে শেরপুর সদর হাসপাতাল রোড সহ অভ্যন্তরীণ বেশকিছু রাস্তাগুলোতে পুকুরের ন্যায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে র্বষার পানির কারনে সেইসব গর্ত দেখা না যাওয়ার ফলে দিবারাত্রি নানা যানবাহন চলাচলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন চালকরা । এছাড়া রমজান মাস চলাকালীন সময়ে এই অতিরিক্ত বৃষ্টিপাতে রোজাদারদের যেমন দুরভোগ পোহাতে হচ্ছে, তেমনি খদ্দেরের অভাবে ছোটবড় বিপনিবিতানগুলোর মালিকেরা ক্ষতির সম্মুখিন হচ্ছে । শেরপুর শহরের প্রানকেন্দ্র নিউমার্কেটের একাধিক দোকানমালিকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য সময়ের চেয়ে এইবার ঈদের বাজার একেবারেই জমে না ওঠার দরুন লাভের আশা তো দুরের কথা, তারা তাদের বিনিয়োগের সিকিভাগও তুলতে পারছেনা । সবচেয়ে দুর্দশাগ্রস্ত হচ্ছে রিক্সাচালক, অটোড্রাইভার, দিনমজুরের মতো নিম্নবিত্ত শ্রেনীরপেশার লোকেরা । সারাদিন বৃষ্টির কবলে পড়ে ইফতারের সময় পরিবারের মুখে ভালোভাবে ইফতার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। এভাবে টানা বৃষ্টিপাত চলতে থাকলে শেরপুরবাসীর এবারের ঈদ অনেকটাই বর্ণহীন হয়ে পড়বে ।