একটি সেতু বদলে দিতে পারে ঝিনাইগাতীর চতল গ্রামের যোগাযুগ ব্যবস্থার উন্নয়ন
শেরপুর জেলার সমস্যা জর্জরিত ঝিনাইগাতী উপজেলার যোগাযুগ ব্যবস্থা অত্যান্ত লাজুক অজগায়ের এমন একটি গ্রামের নাম চতল। এই গ্রামে কেউ প্রবেশ না করলে বুঝতে পারবে না আধুনিক যোগে উপজেলার অর্ন্তগত গৌরিপুর ইউনিয়নের এমন একটি গ্রাম আছে যার নাম চতল। এই গ্রামে শত কষ্ট সহ্য করে ৫০০ পরিবার একটি সেতুর অভাবে ভোগান্তি শিকার করে বসবাস করে আসছে দির্ঘদিন থেকে । যার চিত্র নিজ চোখে দেখার জন্যে ১লা রমজানে আমাদের প্রতিনিধি এই অজগাঁয়ে প্রবেশ করে কথা বলেন গ্রামের সাধারণ মানষের সাথে। মহিজল হক,সহিজল,মোতাহার হোসেন বড় জনায়, আমরা ভোট আশলেই ২/১জন নেতার দেখা মিলে আবার অধিকাংশ নেতাই ভোট আশলেও যাতায়াতের ব্যাবস্থা খারাপ থাকায় তারা এই গ্রামে প্রবেশ করেন না। অনেকেই লোক মারফত উন্নয়নের বার্তা পাঠায় যা বিশ্বাস যোগ্য নহে। আমাদের এই গ্রামে চার দিকে বিল মাঝখানে আমরা ,কোন রাস্তা ঘাট নেই,একটি মাত্র কাঠের সেতু তাও আবার নরেচড়ে কখন ভেংঙ্গে হতাহতের খবর পাওয়া যায়। এই সেতুর উপর দিয়ে বনগাও,জিগাতলা,পূর্বচতল গ্রামের ৫ শতাধিক পরিবার যাতায়াত করে থাকে। মহারশি নদীর উপর দিয়ে আকাঁবাকা পথে বয়ে যাওয়া পানির উপর এই সেতুটি দাড়িয়ে আছে। সেতুটিই একমাত্র ভরশা অত্র এলাকার জনসাধারণের। সেতুটি প্রসস্ত করে নির্মাণ করার উদ্দ্যোগ নিলে অত্র এলাকার সাস্থ্য সেবা সহ বিভিন্ন উন্নয়নের দিক সূচনা হবে। উপজেলা চেয়ার ম্যান আমিনূল ইসলাম(বাদশা) জানায়,আমি জানি ওই গ্রামের যাতায়াত ব্যাবস্থা খারাপ তবে সময় পেলে সরজমিনে ঘুরে আসবো। চেষ্টা চালিয়ে যাচ্ছি সেতুটি সহ রাস্তাঘাটের কাজ করার জন্যে। এলাকাবাসী অতিদ্রত সেতুটি নির্মাণ করে গ্রামের ৫ শতাধিক পরিবারের জীবন জিবিকার উন্নয়নের দাবী জানিয়েছে।