ফের কামড়ালে সুয়ারেজকে গুনতে হবে ৩ মিলিয়ন পাউন্ড
আগামী মৌসুমে মেসি-নেইমারের পাশে খেলতে দেখা যাবে লুইস সুয়ারেজকে। লিভারপুল ছেড়ে স্প্যানিশ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনায় সই করেছেন উরুগুয়ের ২৭ বছর বয়সী স্ট্রাইকার।
বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ইতালি ডিফেন্ডার চেলেনির কাঁধে কামড়ে দিয়ে চার মাস নির্বাসিত হন সুয়ারেজ। তাইতো আগে থেকেই সতর্ক বার্সেলোনা। একের পর এক খেলোয়াড়কে কামড়ে দেয়ার বদনাম নিজেদের গাঁয়ে লাগাতে চায় না বার্সা।
তাইতো বার্সেলোনায় যোগ দেয়ার চুক্তিপত্রে সই করার পর আরেকটি পত্রে সই করতে হয় সুয়ারেজকে। যদি তিনি কোন খেলোয়াড়কে কামড়ে দেন সুয়ারেজ তবে তাকে জরিমানা স্বরুপ গুনতে হবে ৩ মিলিয়ন পাউন্ড। যা তার বেতন থেকে কাটা যাবে।