নালিতাবাড়ীর নন্নী প্রাথমিক বিদ্যালয়ের বেহালদশা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় ছাত্র ছাত্রীদের লেখা পড়ার বিঘœ ঘটা সহ নানা সমস্যায় বিদ্যালয়টির এখন বেহাল দশা বিরাজ করছে। সূত্রে জানা গেছে, ১৯৭৩ সনে উপজেলার গুরুত্বপূর্ণ নন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি সরকারীকরন করা হয়। বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন ৮জন শিক্ষক শিক্ষিকা। ফলাফলও সন্তোষজনক। কিন্তু বর্তমানে দীর্ঘ প্রায় একযুগ পূর্বে নির্মাণ করা ঘরের কয়েক স্থানের দালানে ফাটল দেখা দিয়েছে। সেই সঙ্গে টিনের চাল ফুটো হয়ে বর্ষা দিনে অফিস ও শ্রেণী কক্ষে পানি পড়ায় ছাত্র ছাত্রীদের লেখা পড়ার বিঘœ ঘটা সহ শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। লাগাতার বৃষ্টিপাতের ফলে শ্রেণী কক্ষের অভাবে অনেক সময় পাঠ দান কার্যক্রম বন্ধ রাখতে হয়। সামান্য বৃষ্টিতে ঘরে পানি জমে যায়। দীর্ঘ দিন ধরে ঘরটির একাংশের টিন কাঠ বিধস্ত হলে মেরামত না করায় দুর্ভোগ আরো বেড়েছে। এ ব্যাপারে নন্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ সাংবাদিককে জানান, অনেক দিন আগেই উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে কর্তৃপক্ষের নিকট ভবনটি পূন নির্মাণের জন্য আবেদন করে ও বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন কাজ হয়নি। বর্তমান উপজেলা চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউপি মেম্বার আব্দুল্লাহ জানায়, বিদ্যালয়ের বর্তমান বেহাল দশার কারনে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতংক ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। এ নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোন ফলাফল পায়নি। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিদ্যালয়ের বেহাল দশা, জরাজীর্ণতা, ও দুর্ভোগ লাঘবে অনতি বিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকার অভিভাবক ও সচেতন মহল ঘরটি পুন নির্মাণ করে শিক্ষার সুষ্ট পরিবেশ বজায় রাখার জন্য দাবি জানিয়েছেন।