কাবুল বিমান বন্দরে তালেবানের হামলা
আফগানিস্থানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সশস্ত্র তালেবান জঙ্গিরা। জানা যায়, জঙ্গিদের ছোড়া কয়েকটি রকেট বিমানবন্দরটিতে আঘাত করেছে। তবে হামলায় প্রাণহানি কিংবা বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি। গতকাল বুধবার রাতে বিমান বন্দর থেকে ৭শ মিটার উত্তরের একটি অব্যবহৃত ভবন থেকে জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড ও স্বয়ক্রিয় অস্ত্রের মাধ্যমে এ হামলা চালায় বলে জানিয়েছেন আফগান সেনাকর্মকর্তা আফজাল আমান।
হামলার কয়েক মিনিটের মধ্যে ১০ টিরও বেশি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী । আফগান পুলিশ ও বিশেষ বাহিনীর অভিযানে ৩ জঙ্গি নিহত হওয়ার পর হামলাকারীরা আত্মসমর্পন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি।
এই বিমানবন্দরটি সাধারণ মানুষের পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
কঠোর নিরাপত্তাবেষ্টিত বিমানবন্দরটির আশেপাশের এলাকায় রকেট হামলা হলেও এতটা কাছে হামলার ঘটনা বিরল ।