শ্রীবরদীতে বজ্রাপাতে শিশু নিহত জুলাই ১৭, ২০১৪ রোম্মান আরা পারভীন রুমীঃ শ্রীবরদীতে বজ্রাপাতে নুরানী (১০) নামে ১ শিশুর মৃত্যু হয়ছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামে। নিহত শিশু ধাতুয়া গ্রামের নুরল হকের মেয়ে। এ সময় শিশুটি মক্তবের মাঠে খেলছিল। Facebook Like Twitter WhatsApp Viber Email