শেরপুর উপজেলা নির্বাচন ২৪ আগস্ট
আগামী ২৪ আগস্ট শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসির উপসচিব শাজাহান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুণ:তফসিল ঘোষণা করা হয়। এর আগে আদালতের নির্দেশে এ উপজেলা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
জানা যায়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৩ মার্চ চতুর্থ ধাপে এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই ও প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আদালতের নির্দেশে ওই নির্বাচন স্থগিত করে কমিশন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সাত ধাপে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করেন। আদালতের নির্দেশ থাকায় এবং সীমানা জটিলতার কারণে দশটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।