শ্রীবরদীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত
রোম্মান আরা পারভীন রুমী: আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী মানুষের সেতু বন্ধনের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের বাবেলাকোনায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কারিতাস আইসিডিপি মাঠে হোসিও ম্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিজুরি রেঞ্জ অফিসার মাহবুবুল আলম। বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক,প্রাঞ্জল এম সাংমা কারিতাসের সিডিও অতুল ম্রং, কারিতাসের ময়মনসিংহ অঞ্চল প্রতিনিধি বিকাশ ঘাগ্রা, ইউপি সদস্য ভূপেন্দ্র মান্দা, দিঘলাকোনা মিশনের পাল পুরোহিত ফাদার রিচার্ড শেখর পেরেরা, বিট কর্মকর্তা নহোশ হাজং প্রমূখ। অনুষ্ঠান শেষে আদিবাসী সংস্কৃতির ওপর এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপজেলার আদিবাসীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেয়।