৩ মামলায় আদালতে হাজিরা দেবেন মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় বিএনপি নেতারা গত বছরের মার্চ মাসে রাজপথে ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের পৃথক তিন মামলায় আদালতে হাজিরা দিবেন। রোববার তারা ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মাইনুল ইসলাম ভুইয়ার আদালতে হাজিরা দিবেন। ফখরুল ইসলামের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা দুইটির মধ্যে ২টি পল্টন থানা ও ১টি শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের মামলা। তিনটি মামলায়ই চার্জ শুনানির জন্য দিন ধার্য আছে।
মামলা দুটির অন্যতম আসামি হলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ প্রায় ৪৬ জন।
সকাল সাড়ে ১০টা নাগাদ মামলা দুটির শুনানি হবে।