আন্দোলনের কথা শুনলেই মানুষ আতংকিত হয়ে পড়ে — হুইপ আতিউর রহমান আতিক
আন্দোলনের কথা শুনলেই মানুষ আতংকিত হয়ে পড়ে। বিএনপি ও জামায়াতের আন্দোলন মানেই গাড়ী পোড়ানো, মানুষ পুড়িয়ে হত্যা, রেললাইন উপড়ে ফেলা। তাই মানুষ এখন আন্দোলনের কথা শুনলেই ভয় পায়। শেরপুর জেলা আওয়ামীলীগের সভায় ১০ আগস্ট রোববার সকালে শেরপুর জেলা শহরের নিপুন কমিউনিটি সেন্টারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত জেলা আওয়ামীলীগের সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি আরো বলেন, জাতীয় আগস্ট যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। জেলা সদরের ১৪০টি ওয়ার্ডের প্রতিটিতে শোক দিবস পালনের নির্দেশ দেন তিনি।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমানসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।