ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু আগামী ১ সেপ্টেম্বর

Ecঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন তাঁদের এই কাজ শুরু করবে বলে জানা গেছে। কোনো যোগ্য নাগরিক যেন তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাদ না পড়ে সেজন্য ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করেছে ইসি। ইসির প্রস্তুত করা এক পরিকল্পনা থেকে জানা গেছে, এ দুই মহানগরে ভোটার তালিকা হালনাগাদ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব কিছুতেই বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেজন্য প্রচারণা পদ্ধতিতেও যোগ করা হচ্ছে বাড়তি মাত্রা। এতে ১০টি প্রধান প্রধান জাতীয় দৈনিকে আগামী ২৯ ও ৩০ আগস্ট বিজ্ঞাপন দেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে রেডিও, টিভিতে ২০ আগস্ট থেকে চলবে প্রচারণা। মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার টানানো ছাড়াও ক্যাবল টিভিতে প্রচারণা, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বা এনজিওদের মাধ্যমে প্রচারণা চালানো হবে। অন্যদিকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে মসজিদে ঘোষণা দেওয়ারও ব্যবস্থা থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend