নকলায় মা সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরের নকলায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট সোমবার বিকেলে উপজেলার বানেশ্বর্দী দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের লক্ষ্য-উদ্দেশ্যকে সফল করতে সেভ দ্যা চিলন্ড্রেন বাংলাদেশ প্রকল্পের সার্বিক সহযোগিতায় মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিলন্ড্রেন বাংলাদেশ প্রকল্পের নকলা উপজেলার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ শাহাব উদ্দিন, আঃ রহিম এমটিপিইআই, মোঃ রফিকুল ইসলাম এইচআই, মোঃ মর্তুজ আলী এ এইচআই, আঃ আজিজ এফপিআই ও স্থানীয় জনপ্রতিনিধি একে আজাদ। এ মা সমাবেশে অতিথিসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও মহিলা সম্পাদিকা নাসরিন জাহান, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ মাহবুবুল আলম শিহাব, মোঃ সামছুল হক প্রধান শিক্ষক,সহঃ শিক্ষক মোঃ উমর ফারুক, সহঃ শিক্ষিকা আজিমুন নাহার, নুরে গুলশান ও খন্দকার লুৎফুন নাহার বানেশ্বর্দী দঃ সঃ প্রাঃ বিদ্যালয়। এ সমাবেশে বক্তারা মায়েদের উদ্দেশ্যে সন্তানদের দুধ খাওয়ানোর কৌশল ও উপকারীতা নিয়ে বিষদ আলোচনাসহ উপস্থিত মা’দের কাছ থেকে দুধ খাওয়ানোর সঠিক কৌশল অবলম্ভন, সাল দুধ খাওয়ানো নিশ্চিত করনঃ ও দীর্ঘ সময় নিয়ে নিশ্চিন্তে দুধ পান করানোর প্রতিশ্রুতি আদায় করেন। অবশেষে সভাপতি ‘মায়ের দুধ আর ঘরের তৈরী খাবার, লক্ষ্য হবে সফল জীবন পাবার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে
সেভ দ্যা চিলন্ড্রেন বাংলাদেশ প্রকল্পের সাথে জড়িত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত দুই শতাধিক মা’সহ সকল মা’দের প্রতি শ্রদ্ধা জানান।