শেরপুরে সক্রিয় আবার গরুচোর সিন্ডিকেট # ৯টি চোরাই গরু উদ্ধার
শেরপুর জেলা সদরের চরাচঞ্চলের গরুচোর সিন্ডিকেটটি আবার সক্রিয় হয়ে উঠেছে। গত ১১ আগস্ট জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ থেকে ৯টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসীর দেয়া খবরের ভিত্তিতে জনৈক ওয়াহেদ আলীর বাড়ী থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়। এসময় শহিদুল্লাহ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রামবাসীদের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই একটি সিন্ডিকেট বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে এ চোরাই গরুগুলি চর শেরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় রেখে বিক্রি করে আসছিল। ঘটনার দিন পুলিশের অভিযানের আগে আরো বেশ কয়েকটি চোরাই গরু ভটভটি যোগে শ্রীবরদীর দিকে পাঠিয়ে দেয়ার কথাও জানায় সূত্রটি।
পুলিশের অভিযান টের পেয়ে ইউনিয়নের অন্যান্য জায়গা থেকে এসব গরু ভটভটি যোগে শ্রীবরদীর দিকে পাঠিয়ে দেয়া হয়।
শ্রীবরদীর স্থানীয় সাংবাদিকদের দেয়া তথ্য মতে ১১ আগস্ট রাতে ৩টি ভটভটি বোঝাই গরু শ্রীবরদীতে আসে। এত রাতে এবং কোন হাট না থাকায় শ্রীবরদীতে গরু ঢোকার বিষয়টি রহস্যজনক বলেও মনে করছে তারা।