শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা

shovaতারেক মুহম্মদ আব্দুল্লাহ রানাঃ ১৫ই আগষ্ট ২০১৪ইং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা আ’লীগের এক সভা পৌরশহরের টি.এন্ড.টি রোডস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক চাঁন। সভায় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি এডভোকেট এম.এ হালিম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরু, যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম, সাবেক এমপি খন্দকার মুহাম্মদ খুররম, জেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, এম.এ মতিন, আবুল কালাম আজাদ, হামিদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সাংবাদিক ফেরদৌস আলী শ্রমিক লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আলম রিপন, এম.এ মোনায়েম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেরাজ চৌধুরী, ছাত্র নেতা আতিকুর রহমান হিটলারসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলীয়ভাবে শ্রীবরদী উপজেলা সদরসহ উপজেলার ১০টি ইউনিয়নে শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend