রিয়ালকে শিরোপা জেতালেন রোনালদো
গত মৌসুম যেভাবে শেষ হয়েছিল, নতুন মৌসুম ঠিক সেভাবেই শুরু করল রিয়াল মাদ্রিদ। শেষ হয়েছিল চ্যাম্পিয়নস লিগ জিতে। কার্ডিফ সিটি স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে রিয়ালের নতুন মৌসুম শুরু হলো উয়েফা সুপার কাপ জিতে। অর্থাত্ শিরোপা-স্বাদ অটুটই রইল। গত মৌসুমে দুর্দান্ত খেলা সিআর সেভেন বার্তা দিয়ে রাখলেন, এবারও হবে!
ম্যাচ হয়েছিল ‘হানড্রেড মিলিয়ন ম্যান’ গ্যারেথ বেলের শহরে। ঘরের ছেলের ঝলক দেখতে নিশ্চয় অপেক্ষায় ছিলেন উপস্থিত ৩৩ হাজার দর্শক। খুব একটা হতাশ করেননি ওয়েলশ উইঙ্গার। ৩০ মিনিটে রোনালদোকে দিলেন অসাধারণ এক ক্রস। দুর্দান্ত ফিনিশিংয়ে জাতীয় দলের সতীর্থ-গোলরক্ষক বেতোকে পরাস্ত করে সেভিয়ার জালে বল জড়িয়ে দিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৯ মিনিটে করিম বেনজেমার বাড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে আবারও রিয়াল ফরোয়ার্ডের গোল! ২-০ স্কোরলাইন নিয়েই ম্যাচ শেষ করল রিয়াল।
গতবার দারুণ এক মৌসুম কাটানো রোনালদো রিয়ালকে এনে দিয়েছিলেন বহু আরাধ্য ‘লা ডেসিমা’।
এরপর আততায়ীর মতো চোট হানা দিল। বিশ্বকাপটা খুব বাজেই কাটল সিআর সেভেনের। চোট কাটিয়ে চনমনে, ঝরঝরে রোনালদো মৌসুম শুরু করলেন জোড়া গোল দিয়ে। এবার ভক্তদের জন্য আরও কত উপহার জমিয়ে রেখেছেন, কে জানে!