শ্রীবরদীতে চাকুরী দেয়ার কথা বলে আত্নসাৎকৃত টাকা ফেরত দিলেন শ্রমিক লীগ নেতা

downloadশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : পদ্মা সেতুতে চাকরী দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে নেয়া টাকা অবশেষে ফেরত দিলেন শ্রীবরদী উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন। বুধবার তিনি শ্রীবরদী পৌরসভার কমিশনার হাবিবের জিম্মায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে ৩৭ হাজার টাকা ফেরত দেয়ার মুচলেকা দিয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক তার রাজনৈতিক পরিচয় ও নিজেকে সাংবাদিক ও সেনা বাহিনীর সাবেক সদস্যের দাপট দেখিয়ে পদ্মা সেতুতে শ্রমিক হিসাবে চাকরী দেয়ার কথা বলে জালকাটা গ্রামের আঃ মান্নান, রেজাউল করিম, মহিজল হক, রাজকিন, নুরজামান, মোঃ বেলাল, হাসেম, আমিন, আবু তালেব, আমজাদ আলী, মুন্সী পাড়া গ্রামের আমের আলী, খামারিয়া পাড়া গ্রামের দুলাল মিয়া ও মোখছেদ আলীর কাছ থেকে থেকে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নেয়ার পর থেকে তালবাহনা শুরু করে। প্রতারিত শ্রমিকরা চাকরী কিংবা টাকা ফেরতের কথা বললে জাকির হোসেন সেনা বাহিনী, সাংবাদিক ও রাজনৈতিক ক্ষমতার ভয় দেখায়।এ নিয়ে প্রতারিত শ্রমিকদের পক্ষে আঃ হামিদ সম্প্রতি শেরপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করে। এ নিয়ে ১৩ আগস্ট বুধবার শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উভয় পক্ষকে তলব করে। পরে জাকির হোসেন চাকরী দেয়ার কথা বলে নেয়া ৫০ হাজার টাকার মধ্যে ৩৭ হাজার টাকা ফেরত দিতে অঙ্গিকার করে। তার জিম্মাদার হয় শ্রীবরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend