শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন : বিদ্রোহী প্রার্থী মিনালকে অব্যাহতি, দায়িত্ব থেকে সরানো হলো শ্রীবরদী সাধারন সম্পাদককে
শেরপুর প্রতিনিধি ঃ শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভা ১৩ আগষ্ট বুধবার রাত ৮ টায় শহরের চকবাজার এলাকার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৫০ জন নেতা এতে উপস্থিত ছিলেন।সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল সাংবাদিকদের জানান, আগামী ৩১ আগষ্ট শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন মিনালকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুর রহমান খসরুকে দায়িত্ব থেকে সরিয়ে ওই পদে যুগ্ম সম্পাদক মোশারফ মাষ্টারকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এসময় জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবির রোমান, প্রকাশ দত্ত, রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।