শেরপুর সদর উপজেলা নির্বাচন : মনোয়নপত্র প্রত্যাহারের পর মাঠের প্রার্থীরা
১৩ আগস্ট ছিল শেরপুর সদর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মামুনুর রশীদ পলাশ ও শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামীলীগ সমর্থক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও মুসা মিয়া। ফলে নির্বাচনে রয়ে গেলেন বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম, বিএনপির বিদ্রোহী প্রার্থী জহুরুল ইসলাম আবু। আওয়ামীলীগ সমর্থিত সানোয়ার হোসেন সানু ও আওয়ামীলীগের বিদ্রোহী মিনহাজ উদ্দিন মিনাল। রয়ে গেলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির এরশাদের সভাপতি ইলিয়াস উদ্দিন।
আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন শফিকুল ইসলাম, বায়োজিদ হাসান, আব্দুর রশিদ বিএসসি, আনোয়ার হোসেন আনু
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন শামীম আরা, আয়েশা আক্তার ও রাজিয়া সুলতানা।
সীমানা সংক্রান্ত মামলায় ঝুলে থাকা সর্বশেষ শেরপুর সদর উপজেলা নির্বাচনে ৩১ আগস্টের প্রতিযোগিতায় টিকে রইলেন এই প্রার্থীরা।