শেরপুরে মডেল গার্লস কলেজের ঈর্ষণীয় ফলাফল : জিপিএ-৫ এ শীর্ষে শেরপুর সরকারী কলেজ
এবারের এইচএসসি ফলাফলে পাশের হারে জেলায় শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মডেল গার্লস কলেজ। সর্বাধিক জিপিএ ৫ পাওয়ার সম্মান অর্জন করেছে অপর ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ। শেরপুর জেলায় গড় পাসের হার ৮০.২৫।
জানা গেছে, ফলাফলে শেরপুর মডেল গার্লস কলেজের ৩শ ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩শ ৭৪ জন পাশ করে জেলায় পাশের হারে শীর্ষ স্থান দখল করেছে। পাশের শতকরা হার ৯৬.১৪।
ব্যবসায় শিক্ষা শাখায় ৯০ জন শিক্ষার্থীর সকলেই পাশ করায় জেলাতে এই শাখায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে এই কলেজ। মানবিক বিভাগ থেকে ১২ জনসহ মোট জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। অপরদিকে শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ সর্বাধিক ২শ ৫জন জিপিএ ৫ পেয়ে জেলায় শীর্ষে রয়েছে। শেরপুর সরকারি কলেজে ১ হাজার ৩শ ৪৮ জন পরীক্ষাথীর মধ্যে ১ হাজার ২শ ৭ জন কৃতকার্য হয়। পাশের শতকরা হার ৮৯.৫৪।
অন্যান্যদের মধ্যে কামারের চর কলেজ ৯৫.০৬. নকলা চন্দ্রকোনা কলেজ ৯৪.৯৭%, নিজামউদ্দিন আহাম্মেদ কলেজ ৯২%, আাতিউর রহমান কলেজ ৮৫%, জমসেদ আলী কলেজ ৮২%, সরকারি মহিলা কলেজ ৮০%, নালিতাবাড়ী নাজমুল স্মৃতি কলেজ ৬০% পাশ করেছে।