দিনাজপুরে সংবাদ সংগ্রহে ডিসির বাধা, সাংবাদিকদের নিন্দা

dinajpur_map_746366383দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর অসহযোগিতা ও বাধার কারণে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের খবর সংগ্রহ করতে পারেননি স্থানীয় সংবাদ কর্মীরা। এই ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। জানা গেছে, ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের খবর সংগ্রহ করতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চনের সামনে গিয়ে জড়ো হন সাংবাদিকরা। এসময় জেলা প্রশাসক (ডিসি) আহমদ শামীম আল রাজীর নির্দেশে সম্মেলন কক্ষের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ফলে সংবাদ কর্মীরা সম্মেলন কক্ষে প্রবেশ করতে পারেননি।

পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও অসহযোগিতার নিন্দা জানিয়ে দিনাজপুরের সাংবাদিক সমাজ তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন-দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক কামরুল হুদা হেলাল, একরাম হোসেন তালুকদার, শামীম রেজা, সালাহউদ্দীন আহমেদ, সানি সরকার, কংকন কর্মকার, তনুজা শারমিন তনু, রফিকুল ইসলাম ফুলাল, আরিফুল ইসলাম পল্লব, হুমায়ুন কবির, রিয়াজুল ইসলাম প্রমুখ।

বক্তারা সংবাদকর্মীদের প্রতি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর অসহযোগিতার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend