বগুড়ায় ভাসমান যৌনকর্মী খুন
বগুড়া শহরের খোকন পার্কের সামনে একই গোত্রীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিনু(২২) নামের এক ভাসমান যৌনকর্মী খুন হয়েছেন। এ ঘটনায় কাঞ্চন(২০) নামের অপর এক ভাসমান যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিনু জেলার সারিয়াকান্দি উপজেলা শহরের আন্দরবাড়ি এলাকার মৃত মোহাম্মদ ফকিরের মেয়ে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার জানান, খোকন পার্কের সামনে নবাববাড়ি-সার্কিট হাউস সড়কে একই গোত্রীয় কাঞ্চনের সঙ্গে বিরোধ বাধে মিনুর। এ সময় কাঞ্চনের পক্ষ নিয়ে তার স্বামী পলিন উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিনু মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মিনুর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফয়জুর রহমান জানান, ঘটনার কিছুক্ষণ পর কাঞ্চন নামের ভাসমান ওই যৌনকর্মীকে আটক করে পুলিশ।