সারিকার ‘হঠাৎ বিয়ে’

সংবাদমাধ্যমকে বিয়ের খবর জানাতে সারিকা রাজধানীর বনানীর একটি অভিজাত স্থানে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ১৩ আগস্ট বিকেলে সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সারিকা জানান, ১০ আগস্ট সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে। আর বিয়েটা হয়েছে পারিবারিকভাবে, অনেকটা হঠাৎ করেই। তেমন কোনো পূর্ব প্রস্তুতিও ছিল না। মধুচন্দ্রিমার বিষয়ে সারিকা জানান, এ মাসেই তাঁরা দেশের বাইরে বেড়াতে যাবেন। দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই সারিকা। মিডিয়ার সবার সঙ্গেই যোগাযোগ কমিয়ে দিয়েছেন। অনেকটা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন বলা যায়। গেলো রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হয় অপূর্বের পরিচালনায় সারিকার টেলিছবি ‘ব্যাকডেটেড’।