তীব্র বৃষ্টিতে রাজধানীর অনেক রাস্তা পানির নিচে
ভোর থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। বিভিন্ন রাস্তায় পানি জমে অফিসগামী মানুষসহ শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। বৃহস্পতিবার শ্রাবণের শেষ দিন অর্থাৎ বর্ষার শেষ দিনে সকাল থেকেই বৃষ্টির দখলে চলে যায় রাজধানী ।
সকাল থেকে একটানা বৃষ্টির কারণে রাস্তাগুলো পানির নিচে তলিয়ে যেতে দেখা গেছে। ধানমন্ডি, গ্রীনরোড, মালিবাগ, মৌচাক, খিলগাঁওসহ রাজধানীর বেশির ভাগ রাস্তাগুলোতে দেখা যায় হাটু সমান পানি। রাস্তাগুলোতে জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয় যানজটের। এ সুযোগে রিকশা চালকেরা ভাড়া চাচ্ছে দ্বিগুণেরও বেশি।
এদিকে সকালে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে সন্তানদের নিয়ে স্কুলে যেতে দেখা যায় অনেককেই। আবার কাকভেজা হয়ে রাস্তায় ছুটছেন অফিসগামী মানুষেরা।
আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে যানা যায়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃহস্পতিবার শ্রাবণের শেষ দিনে বৃষ্টি ঝড়ছে অঝোরে।