ঝিনাইগাতীতে অতি বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিতঃ পাহাড়ী ঢলের স্রোতে ১ ক্ষেত মজুরের মৃত্যু
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ শেরপুরের ঝিনাইগাতীতে ভরা মৌসুমে দীর্ঘদিন ছিলো খরা। কিন্তু বর্ষার শেষ দিকে এসে শুরু হয়েছে অতি বর্ষণ। গত ৪ দিনের অবিরাম বর্ষণও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার বিভিন্ন নি¤œ এলাকা প্লাবিত হচ্ছে। বর্ষণ অব্যাহত থাকায় আরোও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। অবিরাম বর্ষণে গ্রাম গঞ্জের রাস্তা ঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্লাবিত এলাকার লোকজন পানি বন্ধি হয়ে পড়েছে। গত দু’দিন পূর্বে ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলের তোড়ে দিঘীরপাড় গ্রামের ক্ষেত মজুর মোজাম্মেল হক (৬০) রোপা আমন ধানের বীজ নিয়ে মহারশি নদী পাড় হওয়ার সময় ভেসে যায়। গত দু’দিনে বহু খোজাখুজি করেও তার কোন হদিস না মিললেও বৃহস্পতিবার সকালে নদীর ভাটি এলাকায় পাগলার মূখ নামক স্থানে মাছ ধরার “ঝালে” নিহতের লাশ আট্কে থাকার পর তার সন্ধান মেলে। পরে নিহতের আত্মীয় স্বজনরা লাশ উদ্ধার করে প্রশাসনের অনুমতিক্রমে উক্ত লাশ দাফন করে। বন্যার পানি ও পাহাড়ী ঢলে এ পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার চতল, জিগাতলা, দুপুরিয়া, আয়নাপুর, কান্দুলী, সারিকালীনগরসহ বেশ কিছু নি¤œ এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝিনাইগাতীতে অবিরাম বৃষ্টি বষণ চলছে।