খুলনায় জামায়াত-শিবিরের ৮১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
খুলনার পাইকগাছা থানায় জামায়াত-শিবিরের ৮১ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল খালেক হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ সূত্র জানায়, মামলায় ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে বাধাগ্রস্থ ও নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী শিকদার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলাটি দায়ের করা হয়েছে।