শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শ্রীবরদীতে ৩৯ তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। পরে উপজেলা চত্বর থেকে একটি শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল, কলেজের শিক্ষার্থী ও সকল স্তরের জনগন অংশ নেয়। এরপর বীর বিক্রম শহীদ শাহ মুতাসিম বিল্লাহ বিল্লাহ খুররম স্বৃতি অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌ. একেএম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফ হোসেন খোকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, জেলা আ‘লীগ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা মহিলা আওয়ামীলীগ আহবায়ক লাবিনা আক্তার, কৃষক লীগ আহবায়ক আ: কাদের, শ্রমিক লীগ সভাপতি আবু জাফর, ছাত্রলীগ সভাপতি মেরাজ উদ্দিন চৌধুরী প্রমুখ। নামাজ পর এম.এন.বি.পি সরকারি বালিকা বিদ্যালয়ে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। এছাড়া শ্রীবরদী সরকারি কলেজ রোডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। মিলাদ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ফেরদৌস আলীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী। বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি রমেশ সরকার, নেয়ামত উল্লাহ, আরিফ হোসেন মিঠু, ফখরুজ্জামান, রফিকুল ইসলাম, মোক্তার হোসেন, ফারুক, আ: মান্নান, জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহবায়ক আ: মোতালেব।