ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

15-August-Picture1-300x160মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ সারা দেশের ন্যয় শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৩৯ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামীলীগ ও অ্ঙ্গং সংগঠনের নেতা কর্মীদের একটি বিশাল র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আওয়ামীলীগের নেতা কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিকে কেন্দ্র করে ও আহবায়ক কমিটিতে স্থান না পেয়ে সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ব্যানারে এক গ্রুপ এবং বর্তমান আহবায়ক আলহাজ এসএমএ ওয়ারেজ নাইমের ব্যানারে আরেক গ্রুপ সদও বাজারের মেইন সড়কে আলাদা ভাবে আলোচনা সভাসহ দিনের অন্যান্য কর্মসূচী পালন করে। অন্যদিকে সারা উপজেলায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাতেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়। অন্যদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাসিন্দা ও বিষ্ণুপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু ক্যাডেট কলেজের অধ্যক্ষ খন্দকার মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে সারা গ্রামের লোকজনকে একত্র করে সম্পুর্ণ ব্যক্তিগত খরচে, বিষ্ণুপুর স্কুল এন্ড কলেজ, বিষ্ণুপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ারিং কলেজ, বিষ্ণুপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানার সকল শিক্ষর্থীদের সম্মন্বয়ে বিষ্ণুপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খন্দকার আবুল আসাদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন স্মরনীয় ঘটনাকে সামনে রেখে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আয়ামীলীগ নেতা আনোয়ার উল্লাহ, আওয়ামীলীগ নেতা আমিরুজ্জামান, কাংশা ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম, বালুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য খন্দকার আবু সালেহ প্রমূখ। আলোচনা ও দোয়ার পর কাঙ্গালী ভোজের মাধ্যমে উপস্থিত সকলকে আপ্যায়ন করেন অনুষ্ঠানের আয়োজক ও বিষ্ণুপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু ক্যাডেট কলেজের অধ্যক্ষ খন্দকার মোঃ আতিকুর রহমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend