বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
উমর ফারুক রনজু ঃ বকশীগঞ্জে গতকাল সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষীকি পালিত হয়েছে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নেন। প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্প্য মাল্য দান সহ সকাল ১০ঘটিকায় বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণের রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, হাম ও নাথ সহ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাছেন আলী। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন এবিএম এহসানুল হক মামুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমিন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কমল কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বাদ জুম্মা উপজেলা কেন্দ্রীয় মসজিদে জাতির পিতার রুহের মাগফেরাত কামানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।