বিএনপিকে কালো পতাকা মিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি

rizviশনিবার রাজধানীতে কালো পতাকা মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ। তবে লাঠি-সোটা বহনে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, বিএনপি ঢাকায় কালো পতাকা নিয়ে মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। তাদের এই আবেদন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শনিবার বিকাল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) কালো পতাকা মিছিলের বিষয়ে অবহিত করে আমরা চিঠি দিয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদের জানিয়েছে, কালো পতাকা মিছিল করা যাবে।

তবে মিছিলে লাঠি-সোটা বহন নিষিদ্ধ এবং সন্ধ্যা সাড়ে ৬টার আগে মিছিল শেষ করাসহ পুলিশের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend