ঝিনাইদহে বিএনপির ইসরাইল বিরোধী মিছিল সমাবেশ : যুবলীগের হামলা
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : গাজায় ইহুদীবাদি ইসরাইলের হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে কালো পতাকা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। এর আগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন ডিসিকোর্ট চত্বরে আসার সময় আওয়ামীলীগ অফিসের সামনে হামলার সম্মুখীন হন। এ সময় বিএনপি কর্মীদের কাছ থেকে কালো পতাকা নিয়ে যুবলীগ কর্মীরা পুড়িয়ে ফেলে। বিএনপি অভিযোগ করেছে যুবলীগের কর্মীরা ইসরাইল বিরোধী মিছিল পণ্ড করতে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। পুলিশী হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।পরিস্থিতি শান্ত হলে বিএনপির মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পোস্ট অফিস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা এিনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মোঃ মসিউর রহমান। এ ছাড়া অন্যান্যের মধ্যে জাহিদুজ্জামানান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস ও আনোয়ারুল ইসলাম বাদশা বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তৃতায় মসিউর রহমান বলেন, ইহুদীবাদি ইসরাইল গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ক্ষমার অযোগ্য। তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিএনপির অন্যান্য নেতারা ইসরাইল বিরোধী মিছিলে যুবলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামীলীগ হচ্ছে ইহুদীবাদী ইসরাইলের দোসর। এ জন্যই তারা বিএনপির মিছিলে হামলা চালিয়ে কালো পতাকা পুড়িয়ে দেয়।