ঝিনাইগাতী পাহাড়ী ঢলে প্লাবিত

brigeমুহাম্মদ আবু হেলালঃ শেরপুর জেলার সীমান্তবর্তী  ঝিনাইগাতী উপজেলায় গত ৫ দিনের প্রচুর বৃষ্টিপাতের ফলে ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আশা পানিতে ১৬ই আগষ্ট শনিবার ভোর থেকে মহারশি নদী পাহাড়ী ঢলে প্লাবিত হয়ে যায়। বিপদ সিমার উপর দিয়ে পানিতে প্লাবিত হয়ে যায় নদীর তীরবর্তী এলাকা। ঝিনাইগাতীর বনগাঁও,চতল,বাগেরভিটা,ফাকরাবাদ,কাংশা,দড়িকালিনগর সারি কালিনগর, পাগলারমুখ, আয়নাপুর,বগাডবি সহ নি¤œ এলাকা প্লাবিত হয়ে কৃষকের সদ্য রোপনকৃত আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার পানিতে শত শত  মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। পানি বন্ধী মুস্ত মিয়া জানায়, এই পানি আশায় আমাদের নদী তীরবর্তী বসবাসকারীদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ভয়ে আতংকে ভোর থেকে  আমরা সময় কাটিয়েছি । উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মুক্কু প্লাবিত এলাকা পরিদর্শন করেন ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend