কমলনগরে অজ্ঞাতপরিচয় কিশোরীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা গ্রাম থেকে অজ্ঞাতপরিচয়(১৭) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াখালী ও কমলগরের সীমান্তবর্তী চরকাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের একটি ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার হয়। স্থানীয় চরকাদিরা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু জানান, দুপুরে কৃষকরা ক্ষেতে ধান কাটতে গেলে কিশোরীর গলিত লাশ দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ধারণা আনুমানিক ৩ থেকে ৪ দিন আগে ধর্ষণের পর কিশোরীকে দুর্বৃত্তরা হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।