শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মতিয়ার রহমান (৩৪), মনিরুল ইসলাম (২৫), আব্দুল জলিলসহ (৫০) উভয়পক্ষের ১৫ জন আহত হন। পুলিশের মধ্যে আহত হন পুলিশ কনস্টেবল আজাদ (৩৫) ও স্বপন (৩০)।
আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতাল ছাড়াও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার উপ-পরির্দশক আশিকুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মোক্তার আহমেদ মৃধা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় হাটফাজিলপুর বাজারে দুই গ্রুপের সংঘর্ষ বাধে।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ইটের আঘাতে পুলিশ কনস্টেবল আজাদ হোসেন ও স্বপন কুমার আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাটফাজিলপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় শৈলকুপা থানায় এখনো কোনো মামলা হয়নি বলে শৈলকুপা থানার উপপরির্দশক আশিকুর রহমান নিশ্চিত করেন।