ঝিনাইগাতীতে এক সপ্তাহ টানা বর্ষণে বহু এলাকা প্লাবিত

mail.google.com_2মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে গত ১ সপ্তাহে অবিরাম বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার বিভিন্ন নি¤œ এলাকা প্লাবিত হয়েছে। বর্ষণ হওয়ার ফলে আরোও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। অবিরাম বর্ষণে গ্রাম গঞ্জের রাস্তা ঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্লাবিত এলাকার লোকজন পানি বন্ধি হয়ে পড়েছে। পানিবন্ধি মানুষেরা পড়েছে মহা বিপাকে। দিঘীরপাড় গ্রামের ক্ষেত মজুর মোজাম্মেল হক (৬০) রোপা আমন ধানের বীজ নিয়ে মহারশি নদী পাড় হওয়ার সময় ভেসে যায়। বহু খোজাখুজি করেও তার কোন হদিস না মিললেও নিখোঁজের ৩ দিন পর নদীর ভাটি এলাকায় পাগলার মূখ নামক স্থানে মাছ ধরার “ঝালে” নিহতের লাশ আট্কে থাকার পর তার সন্ধান মেলে। বন্যার পানি ও পাহাড়ী ঢলে এ পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার চতল, জিগাতলা, দুপুরিয়া, আয়নাপুর, কান্দুলী, সারিকালীনগরসহ বেশ কিছু নি¤œ এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এতে খেটে খাওয়া দরিদ্র শ্রমিকরা কর্মের অভাবে পরিবারগুলোকে নিয়ে পড়েছে মহা বিপাকে। এছাড়াও অতি বর্ষণের ফলে কাল ঘোষা, মহারশি ও সুমেশ্বরী নদী ৩টি দিয়ে ভারত থেকে প্রবল বন্যার পানি নেমে আসার ফলে নদীর উভয় পাড় ভেঙ্গে বিভিন্ন জায়গায় ফসলী জমির উপর বন্যর পানি ও নদীর বালুতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধন করে। এখন পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকায় নিত্য প্রয়োজনী জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend