নালিতাবাড়ীতে সাংবাদিকের মৃত পিতার টিপসই জাল করে জমা-খারিজ

Aminulpic (1)মো: মঞ্জুরুল আহসান, নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধি:শেরপুরে নালিতাবাড়ীতে সাংবাদিকের মৃত পিতার টিপসই জাল করে একটি মাদরাসার নামে ৭ একর ২৮ শতক জমি নামজারী জমা-খারিজ হয়েছে সহকারী কমিশনার (ভ’মি) অফিসে। মৃত ব্যক্তির পুত্র সাংবাদিক আমিনুল ইসলাম বার বার অভিযোগ করলেও ন্যায় বিচার পাচ্ছেন না।অভিযোগে প্রকাশ, উপজেলার দক্ষিণ রানীগাঁও গ্রামের আসকর আলী ১৯৯২ সনের ১৫ জুন মৃত্যুবরণ করেন। আসকর আলীর মৃত্যুর পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৯৯২ সনের ২০ অক্টোবর কৃষি ব্যাংক ঋণ আদায়ের নোটিশে আসকর আলী মৃত বলে উল্লেখ করেন।  অথচ ১৯৯৩ সনের ২০ অক্টোবর মৃত আসকর আলীর টিপসহি জাল করে দক্ষিণ রাণীগাঁও ছিরুমিয়া আজিমদ্দিন দাখিল মাদরাসার সুপার মাদরাসার নামে নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভ’মি) অফিস থেকে নামজারী জমা-খারিজ করেন। জমা-খারিজ নং ২৭০(ওঢ-ও) ৯৩-৯৪।

মৃত ব্যক্তির পুত্র দৈনিক যায়যায়দিন নালিতাবাড়ী উপজেলা সংবাদদাতা আমিনুল ইসলাম বিষয়টি জানতে পেয়ে ২০০২ সনে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) বরাবর নামজারী জমা-খারিজ নং ২৭০(ওঢ-ও) ৯৩-৯৪ বাতিলের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বাদী কাগজপত্রাদী দাখিল করলেও ২০০৫ সনের তৎকালীন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভ’মি) (বর্তমান শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক)  হায়দার আলী  অজ্ঞাত কারণে বাদীর আবেদনপত্র বাতিল করে জমা-খারিজ বহাল রাখেন।১৯৭০ সনে আসকর আলী তাঁর বসতবাড়ী সংলগ্ন উক্ত ভ’মি একটি ফোরকানিয়া মাদরাসার নামে শর্ত সাপেক্ষে দান করেন। বর্তমানে সেই জায়গায় ফোরকানিয়া মাদরাসা নেই। গড়ে ওঠেছে বসতবাড়ি। তাই শর্তমতে ওই জমির মালিক এখন তাঁর ওয়ারিশগণ। বাদী পূণরায় জমা-খারিজ বাতিল পূর্বক ন্যায় বিচারের জন্য ২০১৩ সনে অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) কার্যালয়ে আবেদন করেন। যার  মিস মোকদ্দমা নং ১০/১৩। অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)  যথাক্রমে ২৮ মে, ২৬ জুন, ৩০ জুলাই(২০১৩ সন) ৩ বার শুনানী গ্রহণ করলেও বাদী অদ্যবধি পর্যন্ত কোন প্রতিকার পায় নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend