নালিতাবাড়ীতে পেট্রোল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রাম থেকে ছয়টি পেট্রোল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার ওই গ্রামে থেকে এগুলো উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই)আরিফ হোসেন বাংলানিউজকে জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ওই উপজেলার সিধূলী গ্রামের শহিদুল্লার বাড়ির খড়ের পালার কাছে কে বা কারা পেট্রোল বোমা সাদৃশ্য ছয়টি বস্তু রেখে পালিয়ে যাওয়ার সময় পাশের বাড়ি সাহেব আলীর টিনের ঘরে একটি ছুড়ে মারে।
এতে ওই বাড়ির লোকজন বের হয়ে তা দেখে পেট্রোল বোমা মনে করে আতঙ্কিত হয়ে পড়ে।
পরে সকালে বাড়ির লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে বোমা সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পেট্রোল বোমা নয়, কাঁচের বোতলে কেরোসিন ভর্তি বোমা সদৃশ্য বস্তু।
কারা কি উদ্দেশে এ বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/315752.html#sthash.Xfmhd0uo.y3O88rlE.dpuf