শ্রীবরদীতে নতুন ইউপি ভবন উদ্ভোধন ও রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন

sreebardi correspondent 18-8-2014

রোম্মান আরা পারভীন রুমী: প্রতিনিধি১৮ আগস্ট সোমবার শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধন ও রানীশিমুল ইউনিয়নে ৫ কোটি ৩লক্ষ টাকা ব্যায়ে নতুন রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।দুপুরে এলজিইডির তত্ত্বাবধানে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্ভোধন করেন্ শ্রীবরদী ঝিনাইগাতি আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন । এর আগে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ছালামের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংসদ প্রকৌ: একেএম ফজলুল হক চাঁন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সভাপতি মোঃ আশরাফ 

হোসেন খোকা, জেলা আ‘লীগ সাংস্কৃকি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আলী লাল, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি সোয়েব আলী, সাধারন সম্পাদক শাহান শাহ মোঃ এলমে সফি তারা, উপজেলা কৃষক লীগ আহবায়ক আঃ কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ ফেরদৌস আলী প্রমুখ। উল্লেখ্য শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ ভবন পৌরসভা অধিগ্রহণ ও পৌর কার্যালয় হিসাবে ব্যবহৃত হওয়ায় দীর্ঘ দিন থেকে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের কোন নিজস্ব কার্যালয় ছিল না। 

DSC00141এছাড়া বিকালে রাণী শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার হতে ভটপুর বাজার পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য প্রকৌ: একেএম ফজলুল হক চাঁন। এলজিইডি‘র তত্ত্বাবধানে রাস্তাটির নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ৩ লক্ষ টাকা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend